এক নজরে
কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে শ্রীপুর উপজেলার মধ্যে ২৭টি গ্রামের সমন্বে প্রহলাদপুর ইউনিয়ন পরিষদ।শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।
ক)নাম-৯ নং প্রহলাদপুর ইউনিয়ন পরিষদ।
খ)আয়তন-১৬বর্গ কি:মি:
গ)লোকসংখ্যা: ৫৩,৫৪৯জন
ঘ)গ্রামের সংখ্যা: ২৭টি
ঙ)মৌজার সংখ্যা: ১৭টি
চ)হাট/বাজারের সংখ্যা-৮টি
ছ)উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- সিএনজি, ইজি বাইকের মাধ্যমে
জ)শিক্ষার হার: ৩৬% (২০০১ সালের আদমশুমারী অনুসারে)
ঝ)সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ১০টি
ঞ)বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৩টি
ট)উচ্চ বিদ্যালয়- ৭টি নিম্ন মাধ্যমিক-৭টি(জুনিয়র স্কুল ৩টি)
ঠ) মাদ্রাসা-৩টি
ড) দায়িত্বরত চেয়ারম্যান-জনাব আবু সাইদ আকন্দ
থ)ইউপি নতুন ভবন স্থাপিত কাল: সাল ২০০৯ইং এখনো কাজ শেষ হয়নি
দ)নবগঠিত পরিষদের বিবরণ:
শপথ গ্রহনের তারিখ:১৩-৮-১১
প্রথম সভার তারিখ: ১৭/০৮/১১
মেয়াদ উত্তীর্নের তারিখ:
ধ)গ্রাম সমূহের নাম
ফাউগান,ডুমনী,প্রলাদপুর,নানাইয়ারচর,নানাইয়া,আটিপাড়া,বনখড়িয়া,আতলড়া,
বাশকোঁপা,সেরালিয়াবাড়ী,উজলিয়া,করলামাধবপুর,ভিটিপাড়া,পোতাবাড়ী,
আশুলিয়াপাড়া,মরিচারচালা,প্রতাপপুর,লোহাগাছিয়া,কদমা,রাখালিয়া,
মারতারচর,মারতা,নিমুরিয়া,বাগমারা,চরদমদমা,দমদমা
ন)ইউনিয়ন পরিষদের জনবল
নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন
ইউনিয়ন পরিষদ সচিব: ১জন
ইউনিয় গ্রাম পুলিশ : ৮
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS