Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Smart National Identity Card distribution schedule and receipt time to be done
Details

সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম।   

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, (২০০৭-২০১৮) ইং সালের মধ্যে যারা ভোটার হয়েছেন আগামী ২৬/০৯/২০২৩ইং তারিখ থেকে পর্যায়ক্রমে ০১থেকে ০৯নং ওয়ার্ডের স্মার্ট এন আইডি বিতরণ করা হবে। যে সকল নাগরিকদের স্মার্ট এন আইডি হয়েছে তারা উক্ত তারিখে ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে জাতীয় পরিচয় পত্র( স্মার্ট এন আইডি)  সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। 

বিঃদ্রঃ- ২০১৪ সালের আগে যারা ভোটার হয়েছেন তাদের প্রত্যেকে দুই হাতের দশ আঙ্গুলের ছাপ এবং দুই চোখের আইরিশ ইমেজ প্রদান করতে হবে। সেহেতু এক ব্যক্তির স্মার্ট জাতীয় পরিচয়পত্র অন্য ব্যক্তি নিতে পারবে না।

 //services.nidw.gov.bd/nid-pub/card-status 

উক্ত লিংকে গিয়ে আপনার স্মার্ট এন আইডি হয়েছে কি না যাচাই করুন। 

স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহনের সময় করণীয়:

1. যেহেতু  প্রত্যেক ভোটারের দুই হাতের দশ আঙ্গুলের ছাপ এবং দুই চোখের আইরিশ ইমেজ প্রদান করতে হবে। সেহেতু একব্যক্তির স্মার্ট জাতীয় পরিচয়পত্র অন্য ব্যক্তি নিতে পারবে না। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে আনতে হবে। স্কেনিং কপি/ডাউনলোড কার্ড/অনলাইন কপি গ্রহনযোগ্য নহে। 

2. নির্দিষ্ট তারিখ ও সময়সূচী অনুযায়ী বিতরণ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। উল্লেখ্য যে, যারা উপস্থিত থাকতে পারবেন না কিংবা প্রবাসী, তারা বিতরণ পরবর্তী সময়ে শ্রীপুর উপজেলা নির্বাচন অফিস হতে র্স্মাট জাতীয় পরচিয়পত্র সংগ্রহ করতে পারবেন। 

3. লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে হারানো ফি বাবদ  ব্যাংকে ৩৪৫/- চালানের মাধ্যমে জমা প্রদান করে চালানের কপি সঙ্গে আনতে হবে। বি:দ্র: ব্যাংক এবং শাখার নাম শ্রীপুর উপজেলা নির্বাচন অফিস হতে জেনে নিবেন।


ধন্যবাদান্তেঃ- নুুুরুল হক আকন্দ, চেয়ারম্যান ৯নং প্রহলাদপুর ইউনিয়ন পরিষদ, শ্রীপুর, গাজীপুর।

Attachments
Image
Publish Date
24/09/2023
Archieve Date
05/10/2023