Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সরকারী খরচে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২১ দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে।
বিস্তারিত

শান্তি    শৃঙ্খলা    উন্নয়ন    নিরাপত্তায়    সর্বত্র    আমরা।


     এতদ্বারা প্রহলাদপুরবাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে অতি শীগ্রই সরকারী খরচে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২১ দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে।


  • unchecked

    সুযোগ-সুবিধা: 

  • সরকারি চাকুরীতে সংরক্ষিত কোটা পাওয়া।

  • বিভিন্ন পেশা ভিত্তিক ও কারিগরি প্রশিক্ষণে ( মোটর ড্রাইভিং প্রশিক্ষণ, বেসিক  কম্পিউটার  প্রশিক্ষণ, সেলাই  ও ফ্যাশন  ডিজাইন প্রশিক্ষণ, ফ্রিজ  ও  এয়ার কন্ডিশনার  মেরামত প্রশিক্ষণ) অংশগ্রহণের মাধ্যমে একজন দক্ষ উদ্যোক্তা হওয়া।

  • নির্বাচন,  দূর্গাপূজা ইত্যাদি  জাতীয়  অনুষ্ঠানাদিতে অস্ত্র ও গোলাবারুদ বহন করে জননিরাপত্তায় অংশগ্রহণ করে ভাতা প্রাপ্তি। 

  • এছাড়াও বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে, বিস্তারিত জানতে যোগাযোগ করুন।




➣ প্রশিক্ষণার্থীদের যোগ্যতাঃ

১। জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।

২। বয়স ১৮ - ৩০ এর মধ্যে হতে হবে।

৩। সর্বনিম্ন JSC/ সমমান পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৪। উচ্চতা কমপক্ষে ৫-৪" হতে হবে।

৫। প্লাটুন ভুক্ত সদস্য হতে হবে( যদি থাকে)।

৬। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র থাকতে হবে।

৭। মামলা আছে বা সাজা প্রাপ্ত ব্যক্তি অযোগ্য।

৮। সেচ্ছাসেবী মনোভাব থাকতে হবে। 



যোগাযোগঃ

(প্রশান্ত মন্ডল)

ইউনিয়ন ভিডিপি দলনেতা

প্রহলাদপুর ইউনিয়ন পরিষদ

মোবাইলঃ ০১৩১০-৫৭৪৭৯৭ 

ই-মেইলঃ ansarvdpprahladpur@gmail.com

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
25/10/2023
আর্কাইভ তারিখ
30/11/2023