বিদ্যালয়টি দ্বিতল ভবন।মোট দৈর্ঘ্য ৬০ ফুট। প্রস্থ্য ১৮ফুট। অফিস কক্ষ ০১টি। শ্রেনী কক্ষঃ ০৫টি। সামনে খেলার মাঠ আছে।
মরহুম কেমর উদ্দিন হাজী , এলাহী বেপারী, আব্বাস আলী এই তিন জন শিক্ষানুরাগী ব্যক্তি জমিদান পূর্বক এত্র এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন।
শিশু শ্রেনী-১৭,প্রথম শ্রেনীতে-৪১জন। দ্বিতীয় শ্রেনী-২৭জন, তৃতীয় শ্রেনী-৪৪ জন, চতুর্থ শ্রেনী-৩১জন, পঞ্চম শ্রেনী-৪০জন।
বর্তমান পরিচালনা কমিটি
ক্রঃনং নাম পদবী
০১ আঃ জব্বার সিকদার সভাপতি
০২ শিরিন সুলতানা
০৩ আমজাদ হোসেন
০৪ নাসির উদ্দিন আকন্দ
০৫ বেলায়েত হোসেন
০৬ জামান মিয়া
০৭ সুপেন্দ্র চন্দ্র দাস
০৮ তাসলিমা হোসেন
০৯ হালিমা বেগম
১০ জাহানারা বেগম
১১ বনানী রায়
১২ মাকসুদা আক্তার হোসেন
বিগত ৫ বছরের সমাপনী
সাল পাশের হার
২০০৭ ৮৮.২৪%
২০০৮ ৯৬%
২০০৯ ১০০%
২০১০ ১০০%
২০১১ ১০০%
২০০৮ সাধারন বৃত্তি প্রাপ্ত ০১ জন। ২০০৯-ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত ০১জন, সাধারন বৃত্তি প্রাপ্ত ১ জন। ২০১০ সালে সাধারন বৃত্তি প্রাপ্ত ০১ জন। ৭৫% শিক্ষাবৃত্তি পায় ১৩৫জন।
সুবিধা ভোগীর জন্য উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। ঝড়ে পড়ার হার কমেছে। সমাপনী পাশের হার ১০০% এ চলে এসেছে।
ছাত্র-ছাত্রীর উপস্থিতি আরও বৃদ্ধি করা । শতভাগ ভর্তি নিশ্চিত করা। ঝড়ে পড়া রোধ করা । শিক্ষার মান বৃদ্ধি করা।
০১৭১৮২৪৩৮৯৬
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস