বিদ্যালয়টি রাজেন্দ্রপুর থেকে লোহাগাছিয়া রাস্তার আতলড়া গান্দীবাড়ী চৌরাস্তা রাস্তার পশ্চিম পাশে অবস্থিত। বিদ্যালয়টি আধাপাকা। এতে ৬টি শ্রেনী কক্ষ, ১টি অফিস কক্ষ,৩৫টি বেঞ্চ, ২০টি চেয়ার, ২টি অভিভাবক ছাউনি, ১টি টয়লেট ও টিউবওয়েল ১টি এবং সামনে প্রশস্ত খেলার মাঠ ।
এলাকার কিছু বিদ্যোৎসাহী ব্যক্তির অনুপ্ররনায় সকলের জন্য শিক্ষা নিশ্চিত করা এবং ব্যতিক্রমী শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করায় পরবর্তীতে আনোয়ার হোসেন তুহিন এর সহায়তায় তার মরহুম পিতার স্বরনে ২০০৭ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়।
নার্সারী-৪০ জন ,কেজি-৪৪জন, প্রথম শ্রেনীতে-২৭ জন, দ্বিতীয় শ্রেনী-২৯ জন, তৃতীয় শ্রেনী-৩৩ জন, চতুর্থ শ্রেনী-২৩ জন, পঞ্চম শ্রেনী-২০ জন।
বর্তমান পরিচালনা কমিটি
১। আঃ রশিদ ভুইয়া, সভাপতি,
২। আঃ বারী পলান, সদস্য সচিব।
৩। আনোয়ার হোসেন তুহীন, সদস্য
৪। মাফুজা আক্তার, সদস্য
৫। আবু শাহিন, সদস্য
৬। শাহজাহান, সদস্য
৭। হোসনেয়ারা, সদস্য
৮। আঃ হাই বাগমার , সদস্য
৯। আবুল হাসেম, সদস্য
১০। সাহিদা আক্তার, সদস্য
১১। আবু সাহিদ সরকার, সদস্য
বিগত ৫ বছরের সমাপনী
২০০৮ সালে-১০০%
২০০৯ সালে-১০০%
২০১০ সালে-১০০%
২০১১ সালে ১০০%
শতভাগ সাফল্য
বিদ্যালয়টি দশম শ্রেনী পর্যন্ত উন্নীত করা।
০১৭২১২৩২০০৫
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস