বিদ্যালয়ের ভবন দুইটি। একটি পাকা ভবন আর একটি কাঁচা ভবন ব্যবহার অনুপযোগী। বিদ্যালয়ে একটি খেলাল মাঠ ২টি নলকুপ ২টি শৌচাগার আছে।
বনখড়িয়া গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিদের আর্থিক অনুদান, জমিদান ও যৌথ প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।
শিশু শ্রেনী-২৪,প্রথম শ্রেনীতে-২৮জন। দ্বিতীয় শ্রেনী-২১জন, তৃতীয় শ্রেনী-৪১ জন, চতুর্থ শ্রেনী-৪০জন, পঞ্চম শ্রেনী-২৪জন।
বর্তমান পরিচালনা কমিটি
ক্রঃনং নাম পদবী
০১ জসিম উদ্দিন সভাপতি
০২ মোঃ মোস্তফা
০৩ মোঃ হান্নান মিয়া
০৪ মোঃ মান্নান মিয়া
০৫ মোঃ মাজম আলী
০৬ নাহার
০৭ লিলি আক্তার
০৮ ফরিদা আক্তার
০৯ মাহমুদা বেগম
১০ আলেক মিয়া
১১ হোসনে আরা আক্তার
১২ আরতী দেবনাথ
বিগত ৫ বছরের সমাপনী
সাল পাশের হার
২০০৭ ৮৬%
২০০৮ ১০০%
২০০৯ ১০০%
২০১০ ১০০%
২০১১ ১০০%
শতভাগ শিশু বিদ্যালয় ভতি হয়েছে। শিশুর উপস্থিতি ও শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে।
ঝড়ে পড়া রোধ করা, পুনরাবৃত্তি রোধ করা, শিক্ষার মান বৃদ্ধি করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস