বিদ্যালয়ের ভবন দুইটি। একটি কাঁচা ও একটি পাকা।সামনে একটি বড় মাঠ আছে। বিদ্যালয়টিতে ৬টি শ্রেনী কক্ষ আছে। প্রতিটি শ্রেনী বেঞ্চ ও একটি করে চেয়ার আছে। বিদ্যালয়ের দক্ষিন পাশ দিয়ে একটি রাস্তা আছে।
তৎকালে নরসিংদী থেকে আগত সৈয়দ মজিবুর রহমান প্রতাপপুর এলাকায় আসেন। ঐ এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না বলে তিনি মনে করেন ঐ এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান দরকার। তখন জমিদাতা মরহুম জমসের আলী ও গোলাপজান বিবি মরহুম আব্বাস আলী , মরহুম খালেক মুন্সি ও আরও কয়েকজন গন্যমান্য ব্যক্তি মিলি প্রথমে তালপাতার বেড়া দিয়ে বিদ্যালয়ের কার্যক্রম শুরু করেন।
শিশু শ্রেনী-৪৫,প্রথম শ্রেনীতে-৪৭জন। দ্বিতীয় শ্রেনী-৫৬জন, তৃতীয় শ্রেনী-৫১ জন, চতুর্থ শ্রেনী-৪২জন, পঞ্চম শ্রেনী-৩২জন।
বর্তমান পরিচালনা কমিটি
ক্রঃনং নাম পদবী
০১ মোঃ ছামির উদ্দিন সভাপতি
০২ মোসাঃ পারভীন আক্তার সহ-সভাপতি
০৩ শামসুল হক ইউ.পি সদস্য
০৪ সখিনা খাতুন জমিদাতা
০৫ নুরজাহান অভিঃ সদস্য
০৬ মোতাহার হোসেন ,,
০৭ নাজিম উদ্দিন ,,
০৮ ইয়াছমিন আক্তার বিদ্যোৎসাহী
০৯ আঃ জব্বার মাধ্যমিক,
১০ আবুল কালাম শামসুদ্দিন শিক্ষক প্রতিনিধি
১১ লীমা নাজনীন আফরোজ সদস্য সচিব
বিগত ৫ বছরের সমাপনী
১০০%
৭৫% এর মধ্যে ১৮২ জন পরিবার পায়।
উপস্থিতির হার বেড়েছে। ঝড়ে পড়ার হার কমেছে।
প্রতিটি ক্লাসে ১০০% পাশের হার রাখার চেষ্টা করব। এবং বৃত্তি সহ সমাপনি সহ আরও ভাল ফলাফরে আশা করি।
০১৭১১১৬৩৩১৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস