প্রতিষ্ঠানটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন প্রহলাদপুর ইউনিয়নের মারতা গ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত।
প্রাথমিক শিক্ষা ব্যবস্থার এক সংকট কালে গ্রামীন শিশুদের বিশেষ পদ্ধতিতে শিক্ষা লাভে মনোযোগী করে গড়ে তোলার বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব জয়নাল খানের উদোগে এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠানটি গড়ে উঠে।
নার্সারী-৪৫ জন, প্রথম শ্রেনীতে-২৩ জন। দ্বিতীয় শ্রেনী-২৫ জন, তৃতীয় শ্রেনী-২২ জন, চতুর্থ শ্রেনী-০৮ জন, পঞ্চম শ্রেনী-০৫ জন।
বর্তমান পরিচালনা কমিটি
১।জয়নাল আবেদনী খান, প্রতিষ্ঠাতা ও সভাপতি
০২। জাহাঙ্গীর আলম
০৩। সুলতান উদ্দিন (বীর মুক্তিযোদ্ধা)
০৪। হাফিজুল্লাহ লিটন
০৫। হাফেজ মোঃ ছোলাইমান সাহেব।
বিগত ৫ বছরের সমাপনী
বিগত ২ বছর যাবত সমাপনীতে অংশ গ্রহন।
ভাল ফলাফল লাভ, বহু ছাত্র ছাত্রী ঢাঃ বিঃ সহ উচ্চতর পর্যাযে অধ্যয়নরত।
একটি বিজ্ঞান ভিত্তিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
গ্রামঃ ও ডাকঘরঃ মারতা, গাজীপুর সদর, গাজীপুর-১৭০০।
মোবাইলঃ ০১৭২৬০৭৭৯৪৯
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস